সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
দিনাজপুর শিক্ষাবোর্ড

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১০ হাজার ৮৯০ পরীক্ষার্থী 

দিনাজপুর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১০ হাজার ৮৯০ পরীক্ষার্থী 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ২০৫টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৮৯০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৭ আগস্ট-২০২৩ তারিখ শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর-২০২৩ তারিখ এই পরীক্ষা চলবে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানান, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের অন্তর্গত ৮টি জেলায় ৬৬৩টি কলেজের মোট ১ লাখ ১০ হাজার ৮৯০ পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে ৫৪ হাজার ৫১৯ জন ছাত্র ও ছাত্রী ৫৬ হাজার ৩৭১ জন।

বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৯৪৯ ছাত্র ও ছাত্রী ১২ হাজার ৩৪২ জন। মানবিক বিভাগে ৭৪ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৫৭ ছাত্র ও ছাত্রী ৩৯ হাজার ৯৫৫ জন। এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৪৭৩ ছাত্র ও ছাত্রী ৪ হাজার ৭৪ জন।

 মোট ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ বিষয়ে ১০ হাজার ৬৫৫ জন, ২ বিষয় ২ হাজার ৫৪০ জন্য ও সকল বিষয়ে ৯৭ হাজার ৬৯৫ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, মোট ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলায় ৪১টি কেন্দ্রে ২৩ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৫ হাজার ৭৯৬ জন, নীলপামারীতে ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৭৩৭ জন, কুড়িগ্রামে ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৩৯৭ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৭ হাজার ৭৬ জন, দিনাজপুরে ৪৩টি কেন্দ্রে ২২ হাজার ২১ জন, ঠাকুরগাঁওয়ে ২০টি কেন্দ্রে ৯ হাজার ৯২৭ জন ও পঞ্চগড় জেলায় ১২ টি কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান আরো জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

টিএইচ